শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১৩ পূর্বাহ্ন

দিনাজপুরে ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ৫ জানুয়ারী, ২০২২
  • ১৫৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর।- দিনাজপুরে দেশের ঐতিহ্যবাহী ও প্রাচীন ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সকাল ১০টায় বাংলাদেশ ছাত্রলীগ শহর ও সদর উপজেলা শাখার নেতৃবৃন্দ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। এরপর বঙ্গবন্ধু প্রতিকৃতির পাদদেশে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ৭৫ পরবর্তী সাবেক ছাত্রনেতা, ৮০’র দশকে জেলা ছাত্রলীগের পরপর দুইবারের সভাপতি ও শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রায়হান কবির সোহাগ, সাবেক ছাত্রনেতা ও শহর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনাম উল্লাহ জ্যামী, সদর উপজেলা ছাত্রলীগের আহবায়ক আহসানুজ্জামান চঞ্চল, যুগ্ম আহবায়ক শামীম রেজা, শহর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম জুয়েল, নুর ইসলাম রকি, ছাত্রনেতা আসাদুজ্জামান আসাদ, রক্তিম, আরমান, আলিফ প্রমূখ। অনুষ্ঠানে সদর উপজেলা ও শহর ছাত্রলীগের অন্যান্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

সাবেক ছাত্রনেতারা বক্তব্যে বলেন, বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠার পর থেকে প্রতিটি গণতান্ত্রিক প্রগতিশীল সংগ্রামে নেতৃত্ব দিয়ে আসছে। ৫২ এর ভাষা আন্দোলন, ৫৮ এর আইয়ুব বিরোধী আন্দোলন, ৬৯ এর গণঅভ্যুত্থান, ৭১ এর মহান মুক্তিযুদ্ধসহ সব গণতান্ত্রিক অধিকার আদায়ের লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করেছে।

এছাড়াও হাবিপ্রবি, সরকারি কলেজ, বিভিন্ন কলেজ শাখা ইউনিটসহ প্রত্যেক উপজেলা ছাত্রলীগ যথাযথভাবে ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com