মোঃ ইউসুফ আলী।- “শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় জেলা পর্যায়ে বিনামূল্যে শিক্ষার্থীদের হাতে প্রাথমিক বিদ্যালয়ের বই বিতরণ কর্মসূচীর উদ্বোধন করলেন দিনাজপুরের জেলা প্রশাসক।
১ জানুয়ারী ২০২২ইং শনিবার সকাল ১১টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ দিনাজপুর আয়োজিত বই বিতরণ কর্মসূচী-২০২২ এর শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ সানিউল ফেরদৌস এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার মর্তুজা আল মুঈদ। স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার রায় চৌধুরী। মুক্ত আলোচনায় অংশ নেন পুলিশ লাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর-এ-আলম সিদ্দিকী, উপশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার ফারহানা আফরোজ, পশ্চিম বালুয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুখসানা চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুজ্জামান, জেলা কালচারাল অফিসার মীন আরা পারভীন, সদর উপজেলা শিক্ষা অফিসার মোঃ শফিকুল আলম, সহকারী উপজেলা শিক্ষা অফিসারবৃন্দ, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। উক্ত বই বিতরণ কর্মসূচীতে পৌর এলাকার ৫টি বিদ্যালয়ের (উত্তর বালুবাড়ী সঃপ্রাঃবি, উপশহর সঃপ্রাঃবি, পুলিশ লাইন সঃপ্রাঃবি, ঈদগাহ সঃপ্রাঃবি, পশ্চিম বালুয়াডাঙ্গা সঃপ্রাঃবি) শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি। দিনাজপুরের ১৩টি উপজেলায় প্রাক-প্রাথমিক শ্রেণি হতে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট শিক্ষার্থীর সংখ্যা ৪ লাখ ৯২ হাজার ১৩৯ জন। এবার দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয়ের জন্য মোট বই বরাদ্দ হয়েছে ২১ লাখ ৯ হাজার ৮৭ সেট। ৬২৩টি কেজি স্কুল ও কিন্ডার গার্টেন, ১৮৭০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ মোট ২ হাজার ৭৬৭টি শিক্ষা প্রতিষ্ঠান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উত্তর বালুবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আফরোজা বেগম।
Leave a Reply