নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর।- দিনাজপুরে তামাক বিরোধী দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৯ সেপ্টেম্বর বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএইচএম মাগফুরুল হাসান আব্বাসীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আসিফ মাহমুদ। এছাড়াও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মামুন হাসান চৌধুরীর সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালার আলোচক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন দিনাজপুর পরমাণু চিকিৎসা কেন্দ্রের পরিচালক ডা. বি কে বোস।
এছাড়াও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আসাদুজ্জামান এর পরিচালনায় কর্মশালার উদ্বোধনীতে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. শাহরিয়ার রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আরোজউল্ল্যাহ, উপজেলা মুক্তিযোদ্ধার সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মো. লোকমান হাকিমসহ উপজেলার অন্যান্য কর্মকর্তা।
কর্মশালায় ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ২০০৫সহ তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন প্রচার-প্রচারণা বন্ধ, অপ্রাপ্ত বয়স্কদের নিকট তামাকজাত দ্রব্য বিক্রয় নিষিদ্ধ, পাবলিক প্লেস ও পরিবহনে ধুমপানমুক্ত সাইন স্থাপন এবং তামাকের কুফলসহ নানা দিক প্রজেক্টরের মাধ্যমে তুলে ধরেন আলোচক ডা. বি কে বোস।
প্রসঙ্গত, তামাক বিরোধী প্রশিক্ষণ কর্মশালায় সদর উপজেলার ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬০জন শিক্ষার্থী অংশ নেয়।
Leave a Reply