নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর।- দিনাজপুরে পল্লীশ্রী’র কমিউনিটি পর্যায়ের সদস্যদের কার্যকরী স্থানীয় দায়বদ্ধতা ও দক্ষতা বৃদ্ধির সহায়ক বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপণী অনুষ্ঠিত হয়েছে।
১৯ নভেম্বর বৃহস্পতিবার শহরের ঘাসিপাড়াস্থ এফপিএবি মিলনায়তনে পল্লীশ্রী’র আয়োজনে ক্রিয়েটিং স্পেসেস প্রকল্পের সহযোগিতায় উক্ত দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপণীতে অংশ নেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক মো. মোর্শেদ আলী খান। এর আগে কর্মশালার উদ্বোধন করেন শহর সমাজসেবা কর্মকর্তা মো. মাইনুল ইসলাম।
উক্ত প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন পল্লীশ্রীর ক্রিয়েটিং স্পেসেস প্রকল্পের প্রজেক্ট কর্মকর্তা মো. সাজেদুল ইসলাম সুজন।
প্রসঙ্গত, গত ১৮ নভেম্বর শুরু হয়ে ১৯ নভেম্বর শেষ হওয়া পর্যন্ত উক্ত প্রশিক্ষণ কর্মসূচীতে সদর উপজেলার ৪টি ইউনিয়নের কমিউনিটি পর্যায়ের পুুরুষ ও নারী সদস্যরা অংশ নেন।
Leave a Reply