নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর।-বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে দিনাজপুরে শহর আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে ৮ আগস্ট শনিবার বাদ আসর শহরের বাসুনিয়াপট্টিস্থ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রায়হান কবীর সোহাগ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন শহর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আশরাফ আলী শাহ, এনাম উল্ল্যাহ জ্যামী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মাসুদ রানা প্রমুখ।
আলোচনা সভায় শহর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অনুপ কুমার দে এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন শহর আওয়ামীলীগের অন্যান্য নেতৃবৃন্দ ও ওয়ার্ড শাখার সভাপতি-সাধারণ সম্পাদকগণ।
আলোচনা সভাশেষে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের মুক্তি কামনায় ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে জেলা ওলামা লীগের সাংগঠনিক সম্পাদক মো. মুনসেফ আলীর পরিচালনায় বিশেষ মোনাজাতে অংশ নেন উপস্থিত সকলেই।
Leave a Reply