নিজস্ব প্রতিবেদক।- দিনাজপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে গণ মানুষের মুখপত্র দৈনিক ইত্তেফাক-এর ৬৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে শুক্রবার দিনাজপুরে আলোচনাসভা, কেক কাটা ও বর্ণাঢ্য র্যালীর আয়োজন করা হয়।
শুক্রবার বেলা ১১টায় দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত আলোচনাসভায় বক্তারা বলেন, স্বাধীন ও স্বার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশ প্রতিষ্ঠা থেকে শুরু করে গণ মানুষের অধিকার আদায়ে দৈনিক ইত্তেফাক সব সময়ই সোচ্চার ভুমিকা পালন করে এসেছে। দেশের প্রতিটি ক্লান্তিলগ্নে দৈনিক ইত্তেফাক দিক নির্দেশনামুলক সাংবাদিকতায় নিজেকে সম্পৃক্ত রেখেছে। এ জন্যই যুগ যুগ ধরে দৈনিক ইত্তেফাক এদেশের মানুষের হৃদয়ে স্থান করে রেখেছে এবং থাকবেও অনন্তকাল ধরে। বক্তারা দৈনিক ইত্তেফাকের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। সেই সাথে অনেক চড়াই-উৎরাই পেরিয়ে এদেশের গণমানুষের এই মুখপত্র দৈনিক ইত্তেফাক-এর অগ্রযাত্রা অব্যাহত রাখতে যারা নেতৃত্ব দিচ্ছেন এবং যারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
দৈনিক ইত্তেফাক দিনাজপুর অফিসের স্টাফ রিপোর্টার সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা মোঃ মতিউর রহমান-এর সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন, দিনাজপুর শিল্প ও বনিক সমিতির সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম, বাংলাদেশ চালকল মালিক সমিতির কেন্দ্রীয় নেতা বিশিষ্ট শিল্পপতি সহিদুর রহমান পাটোয়ারী মোহন, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক শাহীন হোসেন, নাসিব দিনাজপুরের সিনিয়র সহ-সভাপতি শম্পা দাস মৌ, বিশিষ্ট লেখিকা ও দৈনিক উত্তরবাংলার নির্বাহী সম্পাদক জিনাত রহমান।
এরপর আনুষ্ঠানিকভাবে কেক কেটে দৈনিক ইত্তেফাক-এর ৬৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। শেষে একটি বর্ণাঢ্য র্যালী দিনাজপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
এসব অনুষ্ঠানে প্রধান অতিথির ও বিশেষ অতিথিবৃন্দ ছাড়াও দিনাজপুরের সুশীল সমাজের প্রতিনিধি, ব্যাংকার, ব্যবসায়ী, সাংবাদিক, দৈনিক ইত্তেফাক-এর পাঠক, এজেন্ট, হকারসহ বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন।
Leave a Reply