রফিক প্লাবন, দিনাজপুর।- আইনি সহায়তা সহজলভ্য এবং ন্যায় বিচার নিশ্চিত করতে দিনাজপুর জেলায় বিচারাধীন দলিত ও আদিবাসী জনগোষ্ঠীর মামলা সমূহের একটি তালিকা সিনিয়র জেলা ও দায়রা জজ এর নিকট জমা দিয়েছে এনএনএমসি ফাউন্ডেশনের জেলা অ্যাডভোকেসি প্লাটফর্ম।
বুধবার (১৫ ডিসেম্বর ২০২১) সকালে জেলা জজ কার্যালয়ে গিয়ে সিনিয়র জেলা ও দায়রা জজ আজিজ আহমেদ ভুইঞা’র হাতে জেলায় বিচারাধীন দলিত ও আদিবাসী জনগোষ্ঠীর ৫৯টি মামলার তালিকা জমা দেন জেলা অ্যাডভোকেসি প্লাটফর্মের সভাপতি চিত্ত ঘোষ। এসময় এই মামলাগুলি দ্রুত নিষ্পত্তি ও ন্যায় বিচারের জন্য সবিনয়ে অনুরোধ করেন তিনি।
মামলার তালিকা জমা দেয়ার সময় উপস্থিত ছিলেন এনএনএমসি ফাউন্ডেশনের অ্যাডভোকেসি অফিসার পাপন কুমার সরকার, জেলা অ্যাডভোকেসি প্লাটফর্মের সহ-সভাপতি অ্যাডভোকেট রাবেয়া খাতুন রানু, সদর উপজেলা অ্যাডভোকেসি প্লাটফর্মের সভাপতি আজহারুল আজাদ জুয়েল ও সাধারণ সম্পাদক রিপন মার্ডি।
এদিকে একই দিনে দিনাজপুর জেলা অ্যাডভোকেসি প্লাটফর্মের এক সাংগঠনিক সভা দৈনিক আজকের দেশবার্তা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অ্যাডভোকেসি প্লাটফর্ম দিনাজপুর এর সভাপতি চিত্ত ঘোষ। সভায় দলিত ও আদিবাসী জনগোষ্ঠীর উন্নয়নের বিষয়ে আলোচনা করা হয়।
Leave a Reply