বুধবার, ২৬ মার্চ ২০২৫, ০৩:০১ অপরাহ্ন

দিনাজপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ১১ জুলাই, ২০২০
  • ৭৫৫ বার পঠিত
মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রমে অবদান রাখায় পুরস্কার বিতরণ করেন এ্যাড. জাকিয়া তাবাস্সুম জুঁই এমপি

দিনাজপুর থেকে নিজস্ব প্রতিবেদক।- দিনাজপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ১১ জুলাই শনিবার দিনাজপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বেলা সাড়ে ১১টায় আলোচনা সভা এবং জেলা ও সদর উপজেলার শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানের মাঝে সনদপত্রসহ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় দিনাজপুরের আয়োজনে জেলা প্রশাসক মো. মাহমুদুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের এমপি এ্যাডভোকেট জাকিয়া তাবাসসুম জুঁই। এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুছ, পরিবার পরিকল্পনা বিভাগ দিনাজপুরের উপ-পরিচালক ডা. আবু নছর মোঃ নুরুল ইসলাম চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদ সরকার প্রমুখ। অনুষ্ঠানে জেলা ও সদর উপজেলার শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com