ইউসুফ আলী।- আসন্ন পবিত্র ঈদ-উল ফিতর ২০২১ উপলক্ষে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি দিনাজপুর জেলা শাখার উদ্যোগে প্রতি বারের ন্যায় এবারও অসহায়, দুঃস্থ্য ১২০জন ব্যক্তিদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। ১০ মে সোমবার জেলা প্রশাসক কার্যালয় চত্বরে ভূমি অফিসার্স কল্যাণ সমিতি দিনাজপুর জেলা শাখার আয়োজনে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আসিফ মাহমুদ, দিনাজপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহঃ শাহনুর জামান। ভূমি অফিসার্স কল্যাণ সমিতি দিনাজপুর জেলা শাখার সহ সভাপতি মোঃ সামসুল আলম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারন সম্পাদক মোঃ মুস্তোফা কামাল তালুকদার, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, সহ-সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান, সহ-অর্থ সচিব কাওছার আহমদ, দপ্তর সম্পাদক রাশেদুল ইসলাম প্রমুখ। উক্ত ঈদ সামগ্রীর মধ্যে ছিলো চাউল ৩ কেজি, চিনি ১ কেজি, মুশুর ডাল ১ কেজি, সাদা সেমাই হাফ কেজি, লাচ্ছা সেমাই হাফ কেজি, সোয়াবিন তেল ১ লিটার, পাওডার দুধ ১০০ গ্রাম।
Leave a Reply