সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:১৮ পূর্বাহ্ন

দিনাজপুরে রক্তদান সমাজকল্যাণ সংস্থা মানবতার কল্যানে এগিয়ে যাচ্ছে

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭৭ বার পঠিত

দিনাজপুর প্রতিনিধি।- যতই দিন যাচ্ছে দিনাজপুরে রক্তদান সমাজকল্যাণ সংস্থা মানবতার কল্যানে এগিয়ে যাচ্ছেন। রক্ত দিয়ে এক বাবা, এক মা, সন্তানদের জীবন বাঁচানোর পাশাপাশি এ সংস্থাটি দিনাজপুরে এতিম, অসহায় ও দরিদ্র মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। এ সংস্থাটি শুধু দিনাজপুরে নয়, গোটা বাংলাদেশে অসহায় মানুষের জন্য কাজ করে যাাচ্ছেন এবং সুনাম বয়ে আনছেন। এছাড়াও বসন্তের দিনে ১০০ এতিমদের উন্নত মানের খাবার দেয় এ সংগঠনটি।
১৬ ফেব্রুয়ার শুক্রবার এমনি মানবতার আরেকটি চিত্র দেখা গেল। দিনাজপুরে ৭০ বছরের বেশি ২জন অসহায় বৃদ্ধাকে ১ মাসের বাজার করে দেয় রক্তদান সমাজকল্যাণ সংস্থাটি। চাল, ডাল, তেল,আলু ইত্যাদি জিনিসপত্র রয়েছে সেখানে।
একজন বৃদ্ধ ইউসুফ আলী দিনাজপুর শিশু পার্কে বাদাম বিক্রি করে দৈনিক আয় করে ১০০ থেকে ১৫০ টাকা। অপরজন আনসার আলী পা চালিত রিক্সায় ইনকাম করেন ১২০ থেকে ২০০ টাকা।
রক্তদান সমাজকল্যাণ সংস্থার সভাপতি মোঃ রবিউল ইসলাম রাজু জানান, আমাদের দিনাজপুরে অনেক বৃদ্ধা এখন নিজেদের সাথে সংগ্রাম করে দিন কাটাচ্ছেন। যা উপার্জন করে তা দিয়েও সংসার চলেনা। আমরা তাঁদের সন্ধান করি এবং আমাদের সংগঠন থেকে বছরে ২-৩বার অনুদান দিয়ে থাকি। আস্তে আস্তে আমরা এমন ব্যক্তির সংখ্যা খুজে বের করবো ও আমি চাইবো বাকি সংগঠনও এগিয়ে আসুক এসব অসহায় মানুষের পাশে তবেই একটি সুন্দর সমাজ গঠন করা সম্ভব।
সার্বিকভাবে সহযোগিতাকারী রক্তদান সমাজকল্যাণ সংস্থা শুভাকাঙ্খী মো:ওয়ারেস আলী বলেন, রক্তদান সমাজকল্যাণ সংস্থার এম মহৎ উদ্যোগ গুলো আমি কয়েক বছর ধরে দেখে আসছি এবং নিজের সাধ্যমত তাদের পাশে থাকার চেষ্টা করছি ও আগামীতেও থাকবো।
এ সময় উপস্থিত ছিলেন রক্তদান সমাজকল্যাণ সংস্থার সাধারাণ সম্পাদক আশরাফুল ইসলাম রক্তদান সমাজকল্যাণ সংস্থার অন্যান্য নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com