নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর।- বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার উপর বিএনপি-জামায়াত জোটের বর্বরোচিত গ্রেনেড হামলা দিবস উপলক্ষে দিনাজপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২১ আগষ্ট শুক্রবার বাদ আসর শহরের বন্ধন কমিউনিটি সেন্টারে দিনাজপুর শহর ও সদর উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রায়হান কবীর সোহাগ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদ সরকার, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম খালেকুজ্জামান রাজু, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান ফরিদুল ইসলাম, শহর আওয়ামী লীগের সহ সভাপতি শাহ্ ইয়াজদান মার্শাল, যুগ্ম সম্পাদক জহির খান, সাংগঠনিক সম্পাদক এ্যাড. এস এম শামীম আলম সরকার বাবু, এনামউল্ল্যাহ জ্যামী, দপ্তর সম্পাদক মোহাম্মদ হাশিম, প্রচার সম্পাদক মাসুদ রানা, শিক্ষা ও গবেষনা বিষয়ক সম্পাদক প্রভাষক মাহমুদুল হক কোরায়শী দুলাল প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য ও সাবেক পৌর কাউন্সিলর ফয়সল হাবিব সুমন, জেলা যুবলীগের সভাপতি রাশেদ পারভেজ, শহর যুবলীগের সভাপতি আশরাফুল আলম রমজান, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জাকারিয়া জাকির, শহর মহিলা আওয়ামী লীগের আহবায়ক খ্রিষ্টিনা লাভলী দাস, জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর ইসলাম রাহুল, সদর উপজেলা ছাত্রলীগের আহবায়ক আহসানুজ্জামান চঞ্চল, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আসলাম, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দসহ শহর ও সদর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
দিনাজপুর জেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক রফিকুল্যাহ মাজহারীর পরিচালনায় দোয়া মাহফিলে গ্রেনেড হামলায় নিহতদের আত্মার মাগফিরাতসহ জননেত্রী শেখ হাসিনার সুস্থ্যতা, দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন শহর ও কোতয়ালী আওয়ামীলীগসহ অঙ্গসহযোগি সংগঠনের সকল নেতাকর্মী।
Leave a Reply