নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর।- দিনাজপুরে বিভিন্ন ওয়ার্ডের কয়েকটি দলের সদস্যদের মাঝে সুদমুক্ত ক্ষুদ্রঋণ বিতরণ করেছে শহর সমাজসেবা কার্যালয়। শহরের তিনটি ওয়ার্ডে মোট ১৪ লাখ ৩৫ হাজার টাকার ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়।
আজ সোমবার বিকেলে শহরের পাটুয়াপাড়াস্থ কার্যালয়ে উক্ত সুদমুক্ত ক্ষুদ্রঋণ বিতরণ করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক মো. আবুবকর সিদ্দীক। এসময় শহর সমাজসেবা কর্মকর্তা মো. মাইনুল ইসলাম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা ও শহর সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তাগণ। শহর সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, দিনাজপুর পৌর এলাকার ৩নং ওয়ার্ডের খালপাড়া গ্রামে ২৮ জন সদস্যের মাঝে ৬ লাখ ৮০ হাজার টাকা, ৪নং ওয়ার্ডের সুইহারী খালপাড়া গ্রামের ৩টি দলে ২১ জন সদস্যের মাঝে ৪ লাখ ২০ হাজার টাকা এবং ৮নং ওয়ার্ডের ২টি দলে ১৬ জন সদস্যের মাঝে ৩ লাখ ৩৫ হাজার টাকাসহ মোট ৬৫ জনের মাঝে ১৪ লাখ ৩৫ হাজার টাকার সুদমুক্ত ক্ষুদ্রঋণ বিতরণ করেছে শহর সমাজসেবা কার্যালয়।
প্রসঙ্গত, দিনাজপুর শহরের প্রত্যেক ওয়ার্ডের হতদরিদ্র নারীদের উন্নয়নে বর্তমান সরকারের সুদমুক্ত ক্ষুদ্রঋণ প্রকল্প তাদের মাঝে আশার সঞ্চার জাগিয়েছে বলে জানান শহর সমাজসেবা কর্মকর্তা।
Leave a Reply