নিজস্ব প্রতিবেদক ।-মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত, ঝরেপড়া রোধ, নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি ও অভিভাবকদের সচেতনায় দিনাজপুর সদর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলিতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, সবার জন্য মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা, শিক্ষার্থীদের ঝরেপড়া রোধ, নিয়মিত শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করণ, করোনাকালীন শিক্ষার্থীদের শিখন ঘাটতিপূরণ, সকল শিক্ষার্থীর স্কুল ড্রেস নিশ্চিতকরণ, বাড়ীর খাবার শিক্ষার্থীদের দুপুরের মিল হিসেবে দেয়া, পঠন ও লিখন ঘাটতি পূরণে অভিভাবকদের বিশেষ করে মা-দের বিদ্যালয়ের শিক্ষকদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ রাখা, করোনা পরবর্তী শিক্ষার্থীদের যে আচরণের পরিবর্তন হয়েছে তা খেয়াল রাখা ইত্যাদি বিষয়গুলি নিয়ে মায়েদের উদ্বুদ্ধ করা হয় এই উঠান বৈঠকে।এই বিষয়গুলি বাস্তবায়নের জন্য ক্লাস্টার অফিসার ও সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন সদর উপজেলার সকল বিদ্যালয়ে উঠান বৈঠক কার্যক্রমে অংশ নেন। এতে বিদ্যালয়গুলিতে শিক্ষার্থী উপস্থিতির হার সন্তোষজনকভাবে বেড়েছে। সেইসাথে ঝরেপড়ার হার একেবারে কমে গেছে। করোনা পরবর্তী শিক্ষার্থীদের যে শিখন ঘাটতি পরিলক্ষিত হয়েছিল তা বেশি বেশি উঠান বৈঠক ও মা সমাবেশের আয়োজন করে ক্লাস্টারের স্কুলগুলিতে অভ‚তপূর্ব সাড়া পড়েছে। এই কাজটি ক্লাস্টার অফিসার মো. শাহাদাৎ হোসেন প্রতিনিয়ত পরিচালনা করে যাচ্ছেন বলে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস জানিয়েছে।
Leave a Reply