শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬:২০ পূর্বাহ্ন

দিনাজপুর আদর্শ মহাবিদ্যালয়ের বিদায়ী শিক্ষক-কর্মচারীদের সন্মাননা প্রদান

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ১১ জানুয়ারী, ২০২১
  • ৪০২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর।- দিনাজপুর আদর্শ মহাবিদ্যালয়ের বিদায়ী শিক্ষক-কর্মচারীদের সন্মাননাপ্রদান করেছে কলেজের শিক্ষক-কর্মচারীরা। কলেজের ইতিহাসে এই প্রথম অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের আনুষ্ঠানিকভাবে বিদায় সম্ভাষণ জানানো হয়। ১১ জানুয়ারী সোমবার দুপুরে ক্যাম্পাস অডিটোরিয়ামে দিনাজপুর আদর্শ মহাবিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী আয়োজিত বিদায়ী শিক্ষক-কর্মচারীদের সন্মাননা-২০২১ অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভায় কলেজের অধ্যক্ষ ড. সৈয়দ রেদওয়ানুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। দিনাজপুর আদর্শ মহাবিদ্যালয়ের উপাধ্যক্ষ হাসিনা আক্তার শিউলির স্বাগত বক্তব্য শেষে অবসরপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন রাস্ট্রবিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক দূর্লভ চন্দ্র রায়, হিসাববিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক মকবুল আলম আজাদ, প্রাণিবিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক শাহানারা বেগম, রসায়ন বিভাগের সহকারি অধ্যাপক মকছেদুর রহমান ও অবসরপ্রাপ্ত অফিস সহায়ক মো. হাসিম উদ্দীন।

এছাড়াও প্রভাষক রাজিয়া সুলতানা, নাদিরা বেগম ও গ্যালি বিনতে শিরিন এর যৌথ সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন কলেজ পরিচালনা কমিটির সদস্য মো. আখতার আজিজ। এর আগে সন্মাননা অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন কলেজের শিক্ষক মো. আহসান হাবীব।

আলোচনা সভাশেষে ১৯ জন বিদায়ী শিক্ষক-কর্মচারীকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সন্মাননা ক্রেস্ট তুলে দেন কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ। এসময় কলেজের শিক্ষক-কর্মচারীগন উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত দিনাজপুরের স্বনামধন্য আদর্শ মহাবিদ্যালয়ে কর্মরত শিক্ষক-কর্মচারীরা এই প্রথম অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের আনুষ্ঠানিকভাবে বিদায় সম্ভাষণ জানালেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com