নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর ।- দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র ৫০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
২১ ডিসেম্বর মঙ্গলবার দিনাজপুর শহরের লালুপাড়ায় নাজমা গার্ডেন কমিউনিটি সেন্টারে উক্ত সাধারণ সভায় চেম্বারের সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামিম এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন চেম্বারের সিনিয়র সহ সভাপতি মো. মোসাদ্দেক হোসেন চৌধুরী পাপ্পু।
চেম্বারের সহ সভাপতি জর্জিস আনাম এর তত্ত্বাবধানে বক্তব্য রাখেন চেম্বারের সাবেক সভাপতি রফিকুল ইসলাম খান, পরিচালক মো. মোসাদ্দেক হুসেন, সুজাউর রব চৌধুরী, এফবিসিসিআই সদস্য ও চেম্বারের সাবেক পরিচালক এনাম উল্লাহ জ্যামী, সাধারণ সদস্য মো. আখতারুজ্জামান মিঞা প্রমুখ। এছাড়াও বক্তব্য রাখেন চেম্বার অব কমার্সের পরিচালক, সাবেক পরিচালক ও সাধারণ সদস্যরা।
চেম্বারের পরিচালক মো. শামিম কবির এর সঞ্চালনায় সভায় বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন চেম্বারের সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামিম। এছাড়াও সভায় বার্ষিক আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন চেম্বারের প্রধান অফিস কর্মকর্তা প্রশান্ত কর্মকার শান্ত।
বার্ষিক প্রতিবেদনে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এর সাথে দিনাজপুরের উন্নয়ন ভাবনা শীর্ষক মতবিনিময় সভায় দিনাজপুরের ব্যবসা-বাণিজ্য ও শিল্পায়নের স্বার্থে জেলায় অর্থনৈতিক অঞ্চল ও আইটি পার্ক দ্রুত বাস্তবায়ন, অর্থনৈতিক অঞ্চলে উদ্যোক্তাদের কোটা সংরক্ষণ, প্রাকৃতিক গ্যাস দ্রুত সরবরাহের ব্যবস্থাগ্রহণ, বিভিন্ন সনদ বা লাইসেন্স গ্রহণে ওয়ানস্টপ সার্ভিস চালু, হিলি স্থলবন্দরের অবকাঠামোগত উন্নয়ন ও বিরল স্থলবন্দর পূর্ণাঙ্গরূপে চালু নিশ্চিতকরণে গৃহিত পদক্ষেপসহ বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়েছে বলে চেম্বারের সভাপতি জানান।
এছাড়াও দিনাজপুরের ব্যবসায়ীদের স্বার্থে পৌর মেয়র ও প্যানেল মেয়র, কলকারখানা পরিদর্শন অধিদপ্তর উপ মহাপরিদর্শক, এফবিসিসিআই এর সাবেক সভাপতি আবদুল মাতলুব আহমাদ, পরিবেশ অধিদপ্তরের সাথে মতবিনিময় করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছেন তিনি।
প্রসঙ্গত, করোনার প্রাদুর্ভাবে স্বাস্থ্যবিধি মেনে প্রায় ১৫শ সদস্যের উপস্থিতিতে দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র ৫০তম বার্ষিক সাধারণ সভাটি প্রাণবন্ত করে তোলে।
Leave a Reply