দিনাজপুর প্রতিনিধি।- দিনাজপুর জিলা স্কুলে ১৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরিষদের মুক্ত আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার বিকেলে দিনাজপুরে শহর ঘাসিপাড়াস্থ পরিবার পরিকল্পনা সমিতির মিলনায়তনে বাংলাদেশ সুপ্রিম কোর্টের এ্যাডভোকেট, জাতীয় সাংবাদিক সোসাইটি এবং ওয়ার্ল্ড পীছ অ্যান্ড হিউম্যান রাইটস সোসাইটি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লায়ন এড. এম এ মজিদের সভাপতিত্বে এবং প্রথমার্ধের সঞ্চালক শহীদ এবং দ্বিতীয়ার্ধের সঞ্চালক এবং সংগঠনের সদস্যসচিব মো. আতিয়ার রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানটি অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন দিনাজপুর বিশিষ্ট সমাজসেবক, সংগঠক, দিনাজপুরের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান নবরূপী, অরবিন্দ শিশু হাসপাতাল এবং দিনাজপুর ইনিস্টিটিউটের সভাপতি মো. আব্দুস সামাদ চৌধুরী। সভায় দিনাজপুর জিলা স্কুলের ৪০টি ব্যাচের প্রাক্তন ছাত্ররা উপস্থিত ছিলেন।
দিনাজপুর জিলা স্কুলের ১৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামী কোরবানীর ঈদের তৃতীয় দিনে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটি সুন্দর, সার্থক, আকর্ষনীয়, স্মরণীয় ও বরণীয় করে রাখার বীর মুক্তিযোদ্ধা লায়ন এড. এম এ মজিদকে আহবায়ক এবং মো. আতিয়ার রহমানকে সদস্যসচিব করে ২৩ সদস্যবিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। সভাটিকে সফল ও আকর্ষনীয় করাসহ সকলকে সম্পৃক্তকরণের জন্য ১১টি উপ-পরিষদ গঠন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ২১ জন প্রাক্তন ছাত্র গঠন ও পরামর্শমূলক বক্তব্য প্রদান করেন।
দিনাজপুর জিলা স্কুলের ১৯৫৩ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ৭১ বছরের সকল ছাত্রদের নিয়ে এ ধরনের সভা ইতিপূর্বে কখনই অনুষ্ঠিত হয়নি বলে উপস্থিত সকলেই মন্তব্য করেন। দিনাজপুর জিলা স্কুলের সকল ব্যাচের শতভাগ ছাত্রদেরকে অনুষ্ঠিতব্য অনুষ্ঠানের খবরটি পৌঁছে দেওয়াসহ অনুষ্ঠানে অংশগ্রহণে বিষয়টি অবহিত কারণের জন্য সবচাইতে বেশি গুরুত্ব প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।
বক্তব্য রাখেন প্রাক্তন ছাত্র শাহ রেজাউর রহমান হিরু, মঞ্জুরুল ইসলাম মঞ্জু, হুমায়ুন চিশতী, নাজমুল ইসলাম রাকিব, রাহবার কবীর পিয়াল, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী জহির শাহ, দিনাজপুর জিলা স্কুল ১৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরিষদের যুগ্ম আহবায়ক শাহ মোঃ আশফাকুর রহমান, প্রাক্তন ছাত্র আনোয়ারুল হাসান ক্লিপ্টন, অমিতাব রায়, মোস্তাফিজুর রহমান রুপম, মতিয়ার রহমান মতি, যুব কর্মকর্তা মামুন হাসান, নিয়াজ আহমেদ, রুবে শিকদার, আল ফারুক প্রমুখ।
Leave a Reply