মোঃ ইউসুফ আলী।- দিনাজপুর জেলা মিশুক, বেবীট্যাক্সি, টেক্সিকার ও সিএনজি চালিত অটো রিক্সা মালিক সমিতির (প্রধান কার্যালয় ঃ চাউলিয়াপট্টি, বালুয়াডাঙ্গা টেম্পু স্ট্যান্ড, সদর, দিনাজপুর), রেজি: নং দিনাজ- ২৪ এর ত্রি-বার্ষিক নির্বাচনে নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ১১জানুয়ারী মঙ্গলবার সন্ধ্যায় চাউলিয়াপট্টিস্থ দিগন্ত শিল্পী গোষ্ঠীর নিজস্ব মঞ্চে অনুষ্ঠিত ইন্সস্ট্যান্ট টেক বিডি’র আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইন্সস্ট্যান্ট টেক বিডি’র প্রতিনিধি মনিরুল ইসলাম। বক্তব্য রাখেন রানার অটোমোবাইল্স লিমিটেড থ্রী-ফোর হুইলার এর রিজিওনাল বিজনেস্ হেড সাকিবুর রহমান, নব-নির্বাচিত কমিটির সভাপতি মোঃ আবুল কালাম আজাদ বাবু, সাধারণ সম্পাদক মোঃ আহসান কবীর। অনুষ্ঠানে ইন্সস্ট্যান্ট টেক বিডি’র প্রতিনিধিবৃন্দ নব-নির্বাচিত কমিটির ৭ সদস্যর নেতৃবৃন্দদেরকে ফুল দিয়ে সংবর্ধনা প্রদান ছাড়াও তাদের হাতে উপহার সামগ্রী তুলে দেন। কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন সহ-সভাপতি মোঃ ফজলুল হক নুরু, সহ-সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, অর্থ সম্পাদক লতিফুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ নান্নু মিয়া, সড়ক সম্পাদক মোঃ মানু হোসেন। সংবর্ধনা অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন চ্যানেল আই সেরা কন্ঠ হুমায়রা পারভিন রিতা, শিল্পী কামরুজ্জামান দুলাল, মোঃ আব্দুর রাজ্জাক শাওন, রিংকি, মাসুদা, কিশোর, উজ্জ্বল সহ অন্যান্য শিল্পীবৃন্দ। সঞ্চালনায় ছিলেন অন্যতম ধারাভাষ্যকার মোহাম্মদ রফিক।
Leave a Reply