রবিবার, ১৩ জুলাই ২০২৫, ১২:৫৬ পূর্বাহ্ন

দিনাজপুর তিন লক্ষাধিক শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে 

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১
  • ৩৩১ বার পঠিত

জিন্নাত হোসেন, জেলা প্রতিনিধি দিনাজপুর।- চারদিন ব্যাপি জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইনে দিনাজপুরে ৩ লাখ ৮০ হাজার ৮৯৭ জন শিশুকে ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি নিয়েছে জেলার স্বাস্থ্য বিভাগ। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৪১ হাজার ৬৮৭ শিশু নীল রংয়ের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ৩৯ হাজার ২১০ জন শিশুকে লাল রংয়ের ক্যাপসুল খাওয়াবেন তারা। ক্যাম্পেইন সফল করতে ৯ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় দিনাজপুরের সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রিন্ট এবং ইলেক্ট্রোনিক্স মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীদের জন্য ওরিয়েন্টশন কর্মশালার আয়োজন করা হয়। এতে বিস্তারিত তুলে ধরেন সিভিল সার্জন ডাঃ আব্দুল কুদ্দুছ। ভিটামিন ”এ” এর অভাব দুর করতে শিশুদের সবুজ শাক-সবজি এবং হলুদ রংয়ের ফল খাওয়ানোর তাগিদ দিচ্ছেন চিকিৎসকরা। আগামী ১১ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত ৪ দিনে দিনাজপুরের ১৩টি উপজেলায় শিশুদের দুই ধরনের ভিটামিন ”এ ”ক্যাপসুল খাওয়াবেন স্বাস্থ্য কর্মীরা। এজন্য ২৬’শ ১৪টি কেন্দ্রে নিয়োজিত থাকবেন ৬ হাজার স্বাস্থ্য কর্মী। এর আগে বিস্তারিত উপস্থাপন করেন মেডিকেল অফিসার ডাঃ এজাজ আহমেদ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com