নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর।- শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুর শহরের ১২নং ওয়ার্ডে গরীব সনাতন ধর্মাবলম্বী পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। নিজস্ব অর্থায়নে উক্ত খাদ্য সামগ্রী বিতরণ করেন অত্র ওয়ার্ড কাউন্সিলর ও শহর যুবলীগের সভাপতি মো. আশরাফুল আলম রমজান।
২২ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে দিনাজপুর শহরের ১২নং ওয়ার্ডের পুলহাট-কসবাসহ বিভিন্ন মহল্লার ১’শ ৮০টি গরীব সনাতন ধর্মাবলম্বী পরিবারের মাঝে নিজস্ব অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি। খাদ্য সামগ্রী হিসেবে প্রত্যেক পরিবারের সদস্যদের মাঝে দুইটি নারকেল, এক কেজি করে চিনি দেন কাউন্সিলর।
এসময় উপস্থিত ছিলেন শহর যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক নয়ন কুমার মদক, ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আরমান হোসেনসহ ওয়ার্ডের বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রমুখ ।
প্রসঙ্গত, প্রতিবছরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ওয়ার্ডের গরীব সনাতন ধর্মাবলম্বী পরিবারের মাঝে অত্র ওয়ার্ডের কাউন্সিলর এই খাদ্য সামগ্রী বিতরণ করে আসছেন।
Leave a Reply