নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর।- ইউএনও ওয়াহিদা খানম ও তাঁর পিতা বীরমুক্তিযোদ্ধা ওমর আলী শেখ এর উপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে দিনাজপুর শিক্ষাবোর্ডের সকল কর্মকর্তা-কর্মচারী ও নারী সহকর্মীরা মানববন্ধন কর্মসূচী পালন করেছে।
আজ রবিবার দুপুরে শিক্ষাবোর্ডের মুল ফটকের সামনে দিনাজপুর শিক্ষাবোর্ডের সকল কর্মকর্তা-কর্মচারী ও নারী সহকর্মীদের ব্যানারে উক্ত মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম ও তাঁর পিতা বীরমুক্তিযোদ্ধা ওমর আলী শেখ এর উপর বর্বরোচিত সন্ত্রাসী হামলাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তি দিতে হবে। এছাড়াও সরকারি-বেসরকারি দপ্তর ও বাসস্থানে বসবাসকারী সকল কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বক্তারা আরও বলেন, কর্মস্থলে নারী সহকর্মীদের সকল প্রকার নির্যাতন ও বৈষম্য দুর করতে হবে বলে দাবী রাখেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সহকারি পরীক্ষা নিয়ন্ত্রক মো. রেজাউল করিম চৌধুরী, সেকশন অফিসার সৈয়দা সানজিদা তাবাসসুম শম্পা, মো. রেজাউল ইসলাম রাজু, শিক্ষাবোর্ড কর্মচারী ইউনিয়নের সহ সভাপতি আলহাজ্ব শহীদুল ইসলাম খান, সহ সাধারণ সম্পাদক আল হামরা পারভিন পিয়া, শিরীন আকতার শিমু প্রমুখ।
Leave a Reply