বজ্রকথা প্রতিনিধি।- পীরগঞ্জ উপজেলার এক বিমাতা, সতিন পুত্রকে অমানবিকভাবে নির্যাতন করায় বাবা ও বিমাতা এখন জেলে রয়েছে। তদন্ত কর্মকর্তা এস আই মিলন বজ্রকথাকে জানান, নির্যাতিত ওই দুই শিশুর আসল মা মোছাঃ মনিয়া বেগম মারুফা (২৭) (তালাক প্রাপ্তা) বাদী হয়ে গত ১৯/০৮/২০২০ তারিখে পীরগঞ্জ থানায় মামলা করেছিল। মামলা নং ৪০, ধারা ২০১৩ সালের শিশু আইনের ৭০। যার প্রেক্ষিতে পুলিশ দুই শিশুর পিতা মোঃ সেতু, ও বিমাতা মোছাঃ সুমনা হাসান তানিয়াকে আটক করে কোর্টে প্রেরণ করলে বিচারক তাদেরকে জেলে পাঠান। এদিকে মায়ের নাম ঠিকানায় গরমিল থাকায় ওই দুইশিশুর জিম্মাদার হিসেবে দেখা শুনার জন্য কোর্ট তাদের চাচাত দাদা কাজী সামীম ড্রাইভার হেফাজতে প্রদান করেন।
Ok.vai