বজ্রকথা ডেক্স।- ১৩ অক্টোবর সকালে গণভবন থেকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ সারা বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছে। আমরা জাতির পিতার আদর্শ নিয়েই চলি। কাজেই তিনি আমাদের যে পথ দেখিয়ে গেছেন, সেই দেখানো পথেই আমরা প্রাকৃতিক দুর্যোগ থেকে বাংলাদেশের মানুষকে মুক্ত করব। তিনি বলেন, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, ভূমিকম্প, অগ্নিকান্ড, নদী ভাঙন, খরার মতো দুর্যোগ প্রতিনিয়ত আসতেই থাকবে এবং সেগুলো মোকাবিলা করেই বাংলাদেশকে টিকে থাকতে হবে। তিনি তার বক্তব্যে ধর্ষণ প্রতিরোধে সরকারের কঠোর অবস্থান তুলে ধরে বলেছেন, ধর্ষণ একটা পাশবিকতা। মানুষ পশু হয়ে যায়। যার ফলে, আমাদের মেয়েরা আজকে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই ‘পাশবিকতা’ রুখতেই শাস্তি বৃদ্ধি করা হয়েছে। এখন ধর্ষণ করলে সেখানে মৃত্যুদন্ডের বিধান করা হয়েছে। যেহেতু সংসদ অধিবেশন নেই, আমরা এটা অধ্যাদেশ জারি করে দিচ্ছি। তিনি বলেন, যে কোনো সমস্যা দেখা দিলে তা মোকাবিলা করা এবং সেটাকে দূর করার লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি।
দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমানের সভাপতিত্বে দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম এবং ওই মন্ত্রণালয়ের সচিব মো. মোহসীন অনুষ্ঠানে বক্তৃতা করেন।
Leave a Reply