সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০২:১৮ পূর্বাহ্ন

দেশের অর্থনীতি বলতে কিছুই নেই – মান্না

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ৩০ আগস্ট, ২০২০
  • ৫৭৫ বার পঠিত

বজ্রকথা ডেক্স।- দেশের অর্থনীতি বলতে কিছুই নেই। সমাজের সর্বস্তরে পচন ধরেছে। আগে চার কোটি লোক দারিদ্র্যসীমার নিচে ছিল। এখন এই সংখ্যা অনেক বেড়েছে। গত ২৯ আগস্ট শনিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না এ কথা বলেছেন।
তিনি আরো বলেছেন ,করোনার সময় কত লোক ঢাকা ছেড়েছেন, কত লোক দরিদ্র হয়েছেন- সরকারের কাছে এসবের কোনো তথ্য নেই। তাদের ধান্ধা একটাই মেগা প্রজেক্ট করা। মান্না বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার ‘ব্যর্থ’। দেশ পরিচালনার জন্য নতুন রাজনৈতিক দলের নেতৃত্ব জরুরি। করোনাভাইরাস মোকাবিলায় সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। স্বাস্থ্য, শিক্ষা ও অর্থনীতি আজ বিপর্যস্ত। তাই রাজনীতির পুরনো নখ উপড়ে ফেলে নতুন দল দিয়ে দেশ গঠন করতে হবে। তিনি বলেন, আমি দেখছি এখন বিরোধী রাজনীতির মাঠ প্রায় শূন্য। প্রাণপণ চেষ্টা করব সবাইকে নিয়ে ওই মাঠে আমাদের অবস্থান শক্ত করার। তিনি সম্প্রতি দুই হাজার কোটি টাকা পাচারের মামলায় ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি নিশান মাহমুদ শামীম গ্রেফতার হওয়ার ঘটনা তুলে ধরে মান্না বলেন, একটা জেলার সভাপতি দুই হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন। প্রশ্ন হলো, এত টাকা কী করে করল ? প্রতিবছর লাখ লাখ কোটি টাকা পাচার হচ্ছে। অথচ মানুষের জীবন কচু পাতার পানির মতো হয়ে গেছে। এটা এমন একটি দেশ যে দেশের একজন ওসি ২০০ জন লোককে মেরে বলে প্রয়োজনে আরও মারবে। এটি তো একটি মৃত্যু উপত্যকা, বিচার বলে কিছু নেই।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com