সুবল চন্দ্র দাস।- অপরাধী যেই হোক ছাড় নয়, আইনের শাসন কায়েম করতে এসেছি, কোনো অপরাধীকে ছাড় দিতে আসে নি। “মুজিববর্ষে অঙ্গীকার পুলিশ হবে জনতার” এই শ্লোগানকে সামনে নিয়ে পুলিশ প্রশাসন কাজ করছেন। মানুষের বিপদে পুলিশ সব সময় জনগনের পাশে থাকবে এটাই সাধরন মানুষের প্রত্যাশা। তাই সবাই মিলে কাজ করলে অপরাধীরা অপরাধ করে ও ছাড় পাবে না। কথা গুলো বলেছেন নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুজ্জামান। কেন্দুয়ায় মাদক মামলার ৩ বছর ৭ মাসের সাজাপ্রাপ্ত এক আসামীসহ ৮ জুয়ারী গ্রেপ্তার করে নেত্রকোনা আদালতে পাঠিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন,করোনা ভাইরাস মোকাবেলায় মানুষকে সচেতন করতে, ঘরে রাখতে দিন রাত কাজ করে তিনি নিজেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন, দীর্ঘদিন করোনা ভাইরাসের সাথে যুদ্ধ করে জয়ী হয়ে, আবার মানুষের সেবায় নিজেকে নিয়জিত করেছেন। এসময় তিনি কেন্দুয়া বাসীর উদ্দেশ্যে বলেন, পুলিশ কে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করুন। আশে পাশে কোন অপরাধ সংগঠিত হচ্ছে, বা হবার আশঙ্কা মনে হলে থানা পুলিশকে অবহিত করুন। প্রয়োজনে জরুরী সেবা ৯৯৯ এই নাম্বারে ও ফোন দিয়ে তথ্য দিতে অনুরোধ জানান। আপনার নাম পরিচয় গোপন রাখা হবে। পুলিশ আপনাদের সেবায় দিবা রাত্রি প্রস্তুুত রয়েছে। তবে আইন কারো হাতে তুলে দিবেন না। পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য তিনি সবার প্রতি আহবান জানান।
Leave a Reply