বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০৪:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রংপুরে বন্যায় ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে ওব্যাট হেল্পার্স বিরামপুরে ইউপি চেয়ারম্যানের সাংবাদিক সম্মেলন কর্পোরেট গভর্নেন্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান করল আইসিএসবি জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটিতে রংপুরের  ইয়াসির-লেবু-রাজ্জাক, নাজিম শহীদ আবু সাঈদের কটুক্তিকারী ম্যাজিট্রেট ঊর্মির দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে মানববন্ধন দিনাজপুর জেলা ধান চাউল ব্যবসায়ী গ্রুপ এর ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দিনাজপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী  অনুষ্ঠান  দিনাজপুরে লায়ন্স ক্লাব এর অক্টোবর সেবাপক্ষ  উপলক্ষ্যে   ফ্রি ডায়াবেটিস পরীক্ষা  বাংলাদেশে এল স্মুথ পারফরম্যান্সের শাওমির রেডমি ১৪সি পার্বতীপুরে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর নামে জঘন্য কটুক্তির প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল

দেশ দূর্নীতিতে অগ্রগতি হয় শুধু

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩ বার পঠিত

❝দেশ দূর্নীতিতে অগ্রগতি হয় শুধু❞

লেখক – ওমর ফারুখ

জানুয়ারী ২০২৪ অনুযায়ী দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১০ম। সেই তালিকায় দেশের সংখ্যা ছিল ১৮০টি। ২০২২ সালে ছিল ১২তম এবং ২০২১ সালে বাংলাদেশের অবস্থান ছিল ১৩তম। বার্লিনভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ❝ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল❞ সংক্ষেপে টিআই দুর্নীতির ধারণাসূচক ২০২৩ শীর্ষক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়। ১০০ স্কোরের মধ্যে বাংলাদেশ পেয়েছে ২৪, যা গতবারের চেয়ে ১ পয়েন্ট কম। গতবার বাংলাদেশের পয়েন্ট ছিল ২৫। আমরা বুঝতে পারছি না দেশের অগ্রগতি হয়েছে নাকি পিছিয়ে পড়ছে! ১৮০ দেশের মধ্যে এতো কাছে থাকার জন্য কী প্রফুল্ল মনে আনন্দ উপভোগ করব নাকি বেদনা নিয়ে চুপচাপ বসে থাকব!

শুনুন একটা উপমা পেশ করি। এবার টি-টুয়েন্টি বিশ্বকাপের সর্বমোট প্রাইজমানি ছিল ১৩২ কোটি টাকা। কিছুদিন আগের ওডিয়াই ওয়ার্ল্ড কাপের প্রাইজমানি ছিল ৯০ কোটি টাকার কাছাকাছি। ২০২২ সালে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতে পাইছে ৪০৪ কোটি টাকা মতো। রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন লিগ জিতে পেয়েছিল ১০৭০ কোটি টাকার মত। এগুলো বাংলাদেশী টাকা হিসেবে। কেন বললাম এই সমীকরণ? আচ্ছা ভাবুনতো কত কাটনি ও সহস্র ম্যাচ খেলার পরে ভারত, অস্ট্রেলিয়া, আর্জেন্টিনা ও রিয়াল এতো টাকা পাইছে। কত টাকা তাদের পিছনে ইনভেস্ট করতে হয়েছে? কত পরিশ্রম করতে হয়েছে? কত বছর ও মাস লেগেছে একটা আয়োজনের ফাইনালে গিয়ে শিরোপা জেতার জন্য?

আমাদের দেশের একটা উদাহরণ দিলাম দেখুন। সোনার দেশের প্রথম শ্রেণীর ❝এনবিআর❞ একজন আমলা সচিবের একার ১০০০ কোটি টাকার অবৈধ সম্পদ রয়েছে। এটা বানোয়াট কথা বা ফালতু জোক্স নয়। দেশের সকল প্রথম সারির পত্রিকায় প্রকাশিত খবর ও গরম চলমান ইস্যু এখন। এতো টাকা কিভাবে বানালেন বা পাইলেন? কেমন দূর্নীতি করছে সেটা বলার মতো শব্দ আমাদের মস্তিষ্কে জমা নেই। ওই দিকে সহস্র কষ্টে খেলা খেলে একটা কাপ জিতে একটা দলের অতো টাকার কাছাকাছি নেই। তাহলে এই আমাদের সচিব এমন কী খেলা খেললেন যার এতো সম্পদ! তারও আগের মতিউর রহমানের কর্ম সবার জানা এবং মিডিয়ায় সয়লাব আছেই। মতিউরের সমস্ত সম্পদের হিসাব এখনো পাওয়া যায় নাই।

এগুলো তুলে ধরলেও সমস্যা হচ্ছে। এই যে মনে করেন ❝সাইয়েদ আবদুল্লাহ❞ ভাই ছাগল কান্ড নিয়ে হইচই হওয়া মুশফিকুর রহমান ইফাতের ঘটনাটা তুলে ধরলেন। এমন কী তিনি যথেষ্ট প্রমাণ সহ আলোকপাত করেছিলেন। কিন্তু শেষে কি হইলো তার ফেসবুক অ্যাকাউন্টটি স্থগিত করেছে মেটা। সাইয়েদ আবদুল্লাহ একাধিক পোস্ট দিয়েছিলেন মতিউর রহমান ও মুশফিকুর রহমান ঘটনা নিয়ে। শেষ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক এই শিক্ষার্থীর সাইবার অ্যাটাকের শিকার হয়ে আইডি সাসপেন্ডেড হয়ে যায়। তাহলে কিভাবে এই রাঘববোয়ালদের মুখোশ উন্মোচন করবে জাতি। চুপচাপ নিস্তব্ধ হয়ে বসে থাকবে মানুষ?

শুধু আবদুল্লাহ নয় হবিগঞ্জ-৪ আসনের আলোচিত সংসদ ❝ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে❞ হত্যার হুমকিও দিচ্ছেন রিতীমত। এই সংসদ থানায় জিডি করে রেখেছেন বলে জানিয়েছেন। তিনিও মূলত দূর্নীতিবাজদের বিরুদ্ধে কথা বলার কারণে হত্যার হুমকি পেয়েছেন। আমাদের কথা হলো একজন সংসদ হয়ে যদি এসব বললে হত্যার হুমকির শিকার হয় তাহলে সাধারণ জনগণের কী হবে? একজন ব্যারিস্টার, সংসদ এবং তিনি একজন সুপরিচিত আলোচিত ব্যাক্তিও বটে। তার জীবনের কোনো নিরাপত্তা নেই তাহলে আমাদের কী হবে? দেশের মানুষ কী এসব দেখে দেখে রংতামাশা করবে নাকি দেশকে পঙ্গু থেকে রক্ষা করবে। বিষয়টা চিন্তার কারণ নয় কী!

আমরা পড়ে আছি ট্রল নিয়ে। সবুজ অনলাইন জগতে ডুবে রয়েছি। আমাদের দেশ প্রেম গলাবাজিতে আছে। সত্যিকার অর্থে শূন্য মাইনাস শূন্য! আলুর কেজি আকাশচুম্বী! একজন বেকার চাকরির জন্য হাহাকার করছে। আর যারা উচ্চ পদস্থ আছে তারা পরদেশে সম্পদের পাহাড় করে ফেলছে। কিছু জনের কথা বলছি সবার না। অন্য দেশের মানুষ তাদের নিজের দেশে এনে জমা করে। আর আমাদের দেশ উল্টো বিদেশে নিয়ে যায়৷ ডলার আর ডলার! কালাকে সাদা বানানোর সহস্র পথ খুলে বসে আছে। আর কত! মুক্তি কখন মিলবে এসব দূর্নীতি থেকে। কখন বের হয়ে বিশ্বের সাথে পাঞ্জা দিব? কখন আমাদের দেশ ভিনদেশের মডেল হবে? প্রশ্নটা থেকে গেল!

( লখকঃ ওমর ফারুক ,ইংরেজি বিভাগ  সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম)

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com