শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১১:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :

দোষীকে অবশ্যই বিচারের মুখোমুখি করা হবে – স্বরাষ্ট্রমন্ত্রী

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০
  • ১৮৬ বার পঠিত

বজ্রকথা ডেক্স।- ১৪ অক্টোবর সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সিলেটে পুলিশ ফাঁড়িতে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত পুলিশের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত হবে, দোষীকে অবশ্যই বিচারের মুখোমুখি করা হবে।স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন,ধর্ষণের বিচার সুষ্ঠুভাবে হওয়ার জন্য তদন্ত সঠিক করার ওপর গুরুত্ব দিচ্ছে সরকার। তিনি আরো বলেছেন বিচার আমাদের হাতে নয়, এটা আদালত সিদ্ধান্ত নেবে এবং তারাও তাড়াতাড়ি বিচারের ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন। তারা এসব ক্ষেত্রে বিচারব্যবস্থা তাড়াতাড়ি করবেন। তিনি আরও বলেন, আমি মনে করি এ আইনটি পাস হয়েছে, আপনারা দেখেছেন অ্যাসিড নিক্ষেপ একটা রেগুলার প্র্যাকটিসের মতো হয়ে গিয়েছিল সেই অ্যাসিড নিক্ষেপের ব্যাপারে আমরা যখন সর্বোচ্চ সাজা ঘোষণা করলাম এবং দু-একটি রায়ও দেওয়া হলো তখন থেকে কিন্তু কমে গিয়েছিল। তো আমিও মনে করি যে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড হোক এবং এটা কমে যাক এ নির্যাতন থেকে নারীরা যেন মুক্তি পায় সেজন্য এ ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন, আমাদের উদ্দেশ্য হলো সবাই যেন সঠিক বিচার পায় সেদিকে লক্ষ্য রাখা। প্রধানমন্ত্রী আমাদের সেভাবেই দিকনির্দেশনা দিয়েছেন। উন্নয়নের সঙ্গে সঙ্গে আমাদের আইনব্যবস্থাও উন্নয়ন করার ব্যাপারে প্রধানমন্ত্রী জোর দিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com