নিজস্ব প্রতিনিধি।- করোনাকালে সবাই যখন দুরে দুরে তখন স্বাস্থ্য বিধি মেনে আলোচনা সভা স্বরচিত কবিতা পাঠের আসর ও সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করেছিল ধাপেরহাট কবিঘর।
মনিকৃষ্ণসেন কলেজের সহকারী অধ্যপক কবি লুৎফর রহমান সাজুর সার্বিক ব্যবস্থাপনায়, চতরা ডিগ্রী মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক কবি ও নাট্যকর বেলাল শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বজ্রকথা সংবাদপত্রের সম্পাদক ও প্রকাশক কবি সুলতান আহমেদ সোনা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কবি আতিকুর রহমান,ও মিজানুর রহমান।
‘নীল আকাশে সাদা মেঘের ভেলা’ শীর্ষক এই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রফিক শাহ, মিজানুর রহমান, বাবুল সরকার, অভয় চন্দ্র বর্মন, মমিনুল ইসলাম প্রমুখ। কবিতা পাঠ করেন :লুৎফর রহমান সাজু,ইরফাত হাসান, তামজিদ হাসান,কাজী আমজাদ, উম্মে হাবিবা, আনোল ইসলাম,মমিনুল ইসলাম, রফিক শাহ,বাবুল সরকার, সাগর সরকার ।সংগীত পরিবেশন করেন ,কাব্যিকা রাই রসময়, পূজা রায়, নন্দিনী রায়, আল-মাহমুদ রানা, মাজহারুল মাঝি। অনুষ্ঠান স্থানীয় সুধী ও গুণীজনরা উপস্থিত ছিলেন ।
Leave a Reply