ঢাকা সংবাদদাতা।- ঢাকার ধামরাইয়ে ঈদের আনন্দ করতে গিয়ে নৌকা ডুবে শিফা (১২) ও মীম (১২) নামে দুই স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে ধামরাইয়ের ভাড়ারিয়া ইউনিয়নের মান্দারচাপ গ্রামে এ ঘটনা ঘটে। মৃতেরা হচ্ছে- ধামরাইয়ের মান্দারচাপ গ্রামের শফিকুল ইসলামের মেয়ে শিফা আক্তার ও আব্দুল হালিমের মেয়ে মীম আক্তার। স্থানীয় ভাড়ারিয়া ইউনিয়নের চেয়ারম্যান শাহ আলম জানান, বিকেলে ধামরাইয়ের মান্দারচাপ গ্রামের দুই স্কুলছাত্রী ও দুই বছরের এক শিশুসহ পাঁচজন নৌকা নিয়ে বাড়ির পাশে বিলে বেড়াতে বের হয়। বিলের মাঝখানে নৌকাটি উল্টে ডুবে যায়। এসময় স্থানীয় এলাকাবাসী দুই বছরের শিশুসহ তিনজনকে জীবিত উদ্ধার করে। শিফা ও মীমকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা জানান, পুলিশ দ্রুত খবর পেয়ে অচেতন অবস্থায় দুই ছাত্রীকে উদ্ধার করে হাসপাতালে নিলেও বাঁচানো যায়নি। পরে দুই ছাত্রীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply