শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০২:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :

নতুন বাজেটে যে সব পণ্যের দাম বাড়বে

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ৪ জুন, ২০২১
  • ২২১ বার পঠিত

বজ্রকথা ডেক্স।- অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০২১-২০২২ অর্থ বছরের বাজেটে কিছু পণ্যের শুল্ক বাড়ানোর প্রস্তাব করেছেন। বাজেটে নি¤œ লিখিত পণ্যের দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। বাজেটে মুঠোফোনের দাম বাড়বে। বাজেটে সেলুলার ফোন আমদানিতে আমদানি শুল্ক ১০ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করা হয়েছে। ফলে বিদেশি মুঠোফোনের দাম আরও বাড়তে পারে। বাড়বে মদ ও বিয়ারের দাম। এ জাতীয় পণ্য আমদানিতে বাজেটে ২০ শতাংশ অগ্রিম আয়কর আরোপ করা হয়েছে। বাড়বে বিদেশি রড ও সমজাতীয় পণ্যেও দাম। আমদানি শুল্ক বাড়ানোর ফলে দাম বাড়তে পারে। সিগারেটের দাম বাড়বে। বাজেট প্রতিবছর সিগারেটের মূল্যস্তর ও সম্পূরক শুল্ক বাড়ানো হয়। এবার সম্পূরক শুল্ক না বাড়ালেও প্রিমিয়াম কোয়ালিটির সিগারেটের মূল্যস্তর বাড়ানো হয়েছে।টাইলস ও স্যানিটারিওয়্যারের দাম বাড়বে। এসব পণ্যের পরিবেশক ও ডিলারদের নিট কমিশনের ওপর ১৫ শতাংশ ভ্যাট আরোপ করা হয়েছে এবার। তাই টাইলস ও স্যানিটারিওয়্যারের দাম কিছুটা বাড়তে পারে। এমিউজমেন্ট পার্ক স্থাপনের রাইডসামগ্রীর ওপর ২০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করায় শিশুদের বিনোদনকেন্দ্র স্থাপনের খরচ বাড়তে পারে। মাংস আমদানিতে শুল্কহার বাড়ানো হয়েছে। বসানো হয়েছে ১৫ শতাংশ হারে ভ্যাট। আবার ন্যূনতম শুল্কায়ন মূল্যের প্রস্তাব করা হয়েছে। তাই বিদেশি মাংসের দাম বাড়বে। এর ফলে দেশীয় খামারিরা সুরক্ষা পেতে পারেন।বাজেটে এই মাশরুম আমদানিতে আমদানি শুল্ক ৫ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছে। পাশাপাশি মাশরুম আমদানিতে ন্যূনতম শুল্কায়ন মূল্য আরোপের কথা বলা হয়েছে। এ কারনে দাম পাড়বে। বাজেটে চাষিদের সুরক্ষা দিতে গাজর, ক্যাপসিকাম, কাঁচামরিচ, টমেটো ও কমলা আমদানিতে ন্যূনতম শুল্কায়ন মূল্য আরোপের কথা বলা হয়েছে। এতে এসব পণ্য আমদানিতে কম দাম দেখিয়ে শুল্ক ফাঁকি দেওয়া যাবে না।গাজরের ওপর ভ্যাটও আরোপ করা হয়েছে। তাই দাম বাড়তে পারে।এবারের বাজেটে শিল্প লবণের ওপর কর বাড়ানো হয়েছে। এত দিন শিল্প লবণের নামে ভোজ্য লবণ আমদানি হতো। এখন দুই লবণের কর হারের সমন্বয় করা হয়েছে।দাম বাড়বে বিদেশি সাবানের। সম্পূরক শুল্ক ২০ শতাংশ থেকে বাড়িয়ে ৪৫ শতাংশ করা হয়েছে। এতে দাম বাড়বে। এবার চুইং গাম, বিদেশি বিস্কুট এর উপর সম্পূরক শুল্ক বাড়ানো হয়েছে। চুইং গামের ওপর সম্পূরক শুল্ক ২০ শতাংশ থেকে বাড়িয়ে ৪৫ শতাংশ করা হয়েছে।বিদেশি বিস্কুট ও সমজাতীয় সুগার কনফেকশনারির ওপর সম্পূরক শুল্ক ২০ বাড়িয়ে ৪৫ শতাংশ করা হয়েছে। এতে দাম অনেকটাই বাড়তে পারে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com