নবাবগঞ্জ( দিনাজপুর) থেকে সৈয়দ হারুনুর রশীদ।- দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার বিনোদনগর ইউনিয়নের খামার দেবিপুর গ্রামের অনিল হাসদা নামে এক আদিবাসীর জমিতে বিষ প্রয়োগে আমন ফসলের ক্ষতি করা হয়েছে। এ ব্যাপারে অনিল হাসদা আজ বৃহস্পতিবার থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বলা হয়েছে ২৪ আগষ্ট রাতে পূর্ব শত্রুতার জের ধরে তার পৈত্রিক খামার দেবিপুর মৌজার ১৪৮.১০৭ হালদাগের ৫০ শতক জমিতে রোপন করা গুটি স্বর্ণা আমন ফসলের জমিতে হেমার নামক বিষ প্রয়োগ করা হয়। তিনি ২৫ আগষ্ট জমিতে গিয়ে সব ধানের চারা পুড়ে যাওয়া দেখতে পায়। এতে তার প্রায় ৪৫ হাজার টাকার ক্ষতি সাধন হয়। আমাদের প্রতিনিধি সরেজমিনে ঘটনাস্থলে গেলে অনিল হাসদার বোন বুল্লি হাসদা পাঠানগঞ্জ বাজারের পশ্চিম পার্শ্বে পাকা সড়কে ধারে ক্ষতি গ্রস্থ ফসলের জমিটি দেখান।
Leave a Reply