নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে সৈয়দ হারুনুর রশীদ।- দিনাজপুরের নবাবগঞ্জে আদিবাসী এক স্কুল ছাত্রীকে(১৫) অপহরণের পর ধর্ষণের অভিযোগে থানায় একটি মামলা দায়ের হয়েছে। ওই স্কুল ছাত্রী নিজে বাদী হয়ে রবিবার দিনগত রাতে মামলাটি দায়ের করেছে। মামলা সূত্রে জানা যায় উপজেলার জয়পুর ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের সোম টুডুর ছেলে ২ সন্তানের জনক আমসেল টুডু(৩৫) ওই স্কুল ছাত্রীর সম্পর্কে চাচা হয়। সে প্রায় সময় ওই স্কুল ছাত্রীকে উত্যক্ত করত। বিষয়টি তার অভিভাবককে জানালে সে ক্ষিপ্ত হয়। এমতাবস্থায় ওই স্কুল ছাত্রী গত ২৪ মার্চ সন্ধ্যায় বাগান থেকে ছাগল নিয়ে আসতে গেলে তাকে রাস্তায় একাকী পেয়ে আমসেল টুডু ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক অপহরণ করে একটি বাড়ীতে নিয়ে যায়। সেখানে তাকে তার ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করা হয়। পরদিন সকালে তাকে বাড়ীর নিকট রেখে আমসেল পালিয়ে যায়। পরে বাড়ীতে ফিরে ওই স্কুল ছাত্রী বিষয়টি তার অভিভাবকদের জানায় এবং থানায় মামলা দায়ের করে। পুলিশ জানায় সোমবার ওই স্কুল ছাত্রীকে ডাক্তারী পরিক্ষার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার অভিযুক্ত আমসেল টুডুকে গ্রেফতার করা যায়নি।
Leave a Reply