নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে সৈয়দ হারুনুর রশীদ।- দিনাজপুরের নবাবগঞ্জে আবারও আদীবাসির জমিতে বিষ দিয়ে ফসল নষ্ট করার অভিযোগ থানায় দায়ের হয়েছে। সোমবার উপজেলার বিনোদনগর ইউনিয়নের খামার দেবিপুর গ্রামের মৃত মুসই হাসদার ছেলে অনিল হাসদা ওই অভিযোগটি দায়ের করেছেন।তার অভিযোগে জানা যায় রবিবার দিবাগত রাতে দূর্বৃত্তরা তার ৫০ শতক জমির ধানে বিষ দিয়ে ক্ষতি সাধন করেছে। উল্লেখ্য ২৪ আগষ্ট দিবাগত রাতে একই জমিতে বিষ প্রয়োগ করে ফসলের ক্ষতি করা হয়েছিল। অভিযোগকারী জানান তিনি বড় অসহায়। তার উপর নির্যাতন চলেই আসছে। বিচার প্রার্থী হলেও বিচার পাচ্ছেন না। তিনি তার বিষয়ে আদীবাসি সংগঠনগুলি সহ প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।
Leave a Reply