বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৯:২২ পূর্বাহ্ন

নবাবগঞ্জে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০
  • ৪৬৭ বার পঠিত

নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে সৈয়দ হারুনুর রশীদ।- দিনাজপুরের নবাবগঞ্জে শাহাজুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সে উপজেলার বিনোদ নগর ইউনিয়নের ছোট চেরাগপুর গ্রামের মৃত বাবু মিয়ার ছেলে। আজ বৃহস্পতিবার বিকালে তার বাড়ী থেকে প্রায় ১ কিঃমিঃ দূওে বিনোদ নগর ইউনিয়নের নন্দনপুর (বালুরঘাট) নামক স্থানে একটি হলুদ ক্ষেতের মধ্যে তাকে লোহার সাবল ও লাঠি দিয়ে পটিয়ে হত্যা করা হয়। বাড়ী থেকে গাঁজা চুরি করার ঘটনাকে কেন্দ্র কওে তার ভাই ও ভাতিজার সাথে কয়েক দিন ধরে কলহ চলছিল বলে প্রতিবেশিরা জানান। কলহের কারণে শাহাজুল কয়েকদিন ধওে বাড়ী ছেড়ে বাহিওে বাসকরত। তার স্ত্রী থাকে অন্য বাড়ীতে। গতকাল তার ভাই ও ভাতিজা তাকে পিটিয়ে গুরুতর আহত করে। সেখান থেকে রিক্সা ভ্যানে নিয়ে আসার পথে সে মারা যায়। ভ্যানচালক একই গ্রামের ইয়ানুর রহমান জানান, ওই গ্রামেরই মৃত ইয়াকিন আলীর ছেলে মিনহাজুল ইসলাম শাহাজুলকে গুরুতর আহত অবস্থায় তার ভ্যানে তুলে দেয়। এরপর সে ভ্যান নিয়ে আসতে তার মৃত্যু ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com