নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে সৈয়দ হারুনুর রশীদ।- দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার শালখুরিয়া ইউনিয়নের বেড়ামালিয়া গ্রামের মৃত নজর উদ্দীনের ছেলে মজনু মিয়া এবারে কচু চাষ করে লাভবান হয়েছে। তবে করোনার কারনে তার কচু বাইরে পাঠাতে না পারায় বেশ ক্ষতিও হয়েছে। মজনু মিয়া জানালেন রাস্তার ধারের জমিতে ধান নষ্ট হয়ে যায়। পড়ে যায় ও মুরগি খেয়ে শেষ করে দেয়। তাই সে তার ওই বর্গা নেয়া আড়াই বিঘা জমিতে প্রথম বারের মত কচু চাষ করেছে। তাতে ধানের চেয়ে অনেক লাভ হয়েছে বলে জানায়। তার ভাষায় গত পৌষ মাসে আড়াই বিঘা জমিতে সে ৭ হাজার টাকায় ৮ হাজার ৫০০ কচুর চারা ক্রয় করে রোপন করে। ৭ মাস পর কচু কাটা শুরু হয়। ৭ মাসে তার ব্যয় হয়েছে ২৩ হাজার টাকা। এ পর্যন্ত তার ওই কচু থেকে আয় হয়েছে ৮৫ হাজার টাকা। শুধু মাত্র কচুর লতি বিক্রি করেছে সে ৬৯ হাজার টাকা। করেনার কারনে তার কচু বাহিরে পাঠাতে না পারায় মোটা অংকের টাকার ক্ষতির শিকার হয়েছে । তার পরেও ধান চাষের চেয়ে কচু চাষ করে সে লাভবান হয়েছে বলে জানায়।
Leave a Reply