নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে সৈয়দ হারুনুর রশীদ।- দিনাজপুরের নবাবগঞ্জ থানায় বিয়ের প্রলোভনে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের হয়েছে। সোমবার বিকালে ওই কলেজ ছাত্রী নিজে বাদী হয়ে ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষনের অভিযোগ আনয়ন করে মামলাটি দায়ের করেছে। মামলার এজাহার সূত্রে জানা যায় উপজেলার দাউদপুর ইউনিয়নের মনিরামপুর গ্রামের আঃ হাকিমের ছেলে ফিরোজ কবির (২৫) ওই কলেজ ছাত্রীর প্রতিবেশি ও সম্পর্কে মামা হয়। ফিরোজ কবির ওই ছাত্রীকে প্রায় সময় প্রেম ও ভালবাসার প্রস্তাব দেয়। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। ওই ছাত্রী প্রায় সময় ফিরোজ কবিরের বাড়ীতে টেলিভিশন দেখতে গেলে ফিরোজ কবির তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে একাধিক বার ধর্ষন করে। সর্বশেষ গত ১০ জুলাই বেলা ১১ টার সময় ফিরোজ কবির তাকে পূণরায় ধর্ষন করে এবং তার অজ্ঞাতসারে কৌশলে কিছু অন্তরঙ্গ মূহুর্তের ছবি তুলে রাখে। কলেজ ছাত্রী ফিরোজ কবিরকে বিয়ের কথা বললে ফিরোজ কবির তা কর্ণপাত না করে এড়িয়ে চলতে শুরু করে। গত ৩০ সেপ্টেম্বর সন্ধ্যায় ফিরোজ কবিরকে ওই ছাত্রী বিয়ের কথা বললে তাকে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি প্রদর্শণ করে বলে বেশি বাড়াবাড়ী করলে তার নিকট থাকা অন্তরঙ্গ মূহুর্তের ছবিগুলি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া হবে। শেষে বাধ্য হয়ে কলেজ ছাত্রী বিষয়টি তার পিতা-মাতাকে অবহিত করে এবং থানায় ওই মামলাটি দায়ের করে। মামলার তদন্তকারী অফিসার এস আই আঃ ছালাম জানান মামলার অভিযুক্ত ফিরোজ কবির পলাতক রয়েছে। গতকাল মঙ্গলবার মামলার বাদী ওই কলেজ ছাত্রীকে ডাক্তারী পরিক্ষার জন্য পাঠানো হয়েছে।
Leave a Reply