এমপি শিবলী সাদিক বলেন, উপজেলা পরিষদের মানুষের আনাগুনা বেশি হয়ে থাকায় পরীক্ষামূলক ভাবে এই কার্যক্রম শুরু করা হলো। পর্যায়ক্রমে চার উপজেলাতেই এই কার্যক্রম শুরুকরা হবে। তবে, আমার বিশ্বাস এতে করে করোনা ভাইরাস সংক্রমণ কিছুটা হলেও কমবে।
তিনি বলেন,’জীবাণুনাশক ট্যানেলগুলো বাংলাদেশ সেনাবাহিনী কতৃক নিমাণ করা হয়েছে। নিজ অর্থায়নে করোনা ভাইরাসের সংক্রমণ কমাতে আপাতত উপজেলাতে জনসমাগম এলাকায় ট্যানেল প্রদান করা হয়েছে। এগুলো স্বয়ংক্রীয় ভাবে চলবে।
দিনাজপুর জেলা সিভিল সার্জন আব্দুল কুদ্দুস বলেন,’ এর আগে যে সব জীবাণুনাশক ট্যানেল ব্যবহার করা হয়েছে সেগুলোর থেকে এই জীবাণুনাশক ট্যানেলগুলো আলাদা। এগুলোতে স্বাস্থ্যঝুঁকি কম রয়েছে’।
এ সময় নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোছা.নাজমুন নাহার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মোঃ শাহজাহান আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ রাফিউল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ আলম উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমান সবুজ, সহ অনেকে উপস্থিত উপস্থিত ছিলেন।
Leave a Reply