নবাবগঞ্জ (দিনাজপুর) সৈয়দ হারুনুর রশীদ।- সারাদেশের সঙ্গে দিনাজপুরের নবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জেল হত্যা দিবস পালিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমির হোসেনের সভাপতিত্বে মঙ্গলবার ৩ নভেম্বর বেলা ১১ টায় উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এ উদ্দেশ্যে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।১৯৭৫ সালের ১৫ আগষ্ট বঙ্গবন্ধুকে স্ব পরিবারে নৃশংস ভাবে হত্যা করার পরে আওয়ামীলীগকে নিশ্চিহ্ন করার জন্য আড়াই মাস পরে আজকের এই দিনে বঙ্গবন্ধুর আস্থাভাজন সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন কামরুজ্জামান ও মনসুর আলীকে জেলখানার মধ্যে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক জিয়াউর রহমান মানিক, সহ-সভাপতি মোজাম্মেল হক, সাদেক আলী, ডাক্তার মোশাররফ হোসেন, ছাত্রলীগের সহ-সভাপতি রাসেল আহমেদ, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল বাশার সবুজ, যুবলীগের যুগ্ন আহ্বায়ক দিলীপ কুমার, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হরিদাস সহ অন্যান্যরা। প্রধান অতিথি শিবলী সাদিক এমপি অসুস্থ থাকায় তিনি ভিডিওবার্তায় উপস্থিত দলীয় নেতাকর্মীসহ দেশবাসীর নিকট দোয়া প্রার্থনা করেন। অনুষ্ঠান শেষে চার জাতীয় নেতা ও বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগ সহ আওয়ামীলীগ দলীয় নেতা কর্মীগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply