নবাবগঞ্জ(দিনাজপুর)থেকে সৈয়দ হারুনুর রশীদ।- দিনাজপুরের নবাবগঞ্জ থানায় ২ সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের হয়েছে। ভূক্তভোগী নিজেই বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার ওই মামলাটি দায়ের করে। মামলা সূত্রে জানা যায় ভূক্তভোগীর ১০/১১ বছর পূর্বে বিয়ে হয় এবং বর্তমানে ২ সন্তানের জননী। সে নবাবগঞ্জ উপজেলার একটি গ্রামে পিতার বাড়ীতে থাকা অবস্থায় পার্শ্ববর্তী
রংপুরের পীরগঞ্জ উপজেলার বাঁশ পুকুরিয়া মধ্যপাড়া গ্রামের আ. সামাদ মিয়ার ছেলে মো. আ. রাজ্জাক(৩৫) প্রায় এক বছর ধরে বিভিন্ন সময় তার পিতার বাড়ীতে আসে এবং তাকে উত্যক্ত ও কু প্রস্তাব সহ প্রেমের প্রস্তাব দেয়। তার অত্যাচারে মান সম্মানের ভয়ে জীবিকার প্রয়োজনে সে ঢাকায় যায়। এক মাস পূর্বে ঢাকা থেকে সে পিতার বাড়ীতে আসে। এমতাবস্থায় গত ১৬ জানুয়ারী সন্ধ্যা সাড়ে ৬ টার সময় অভিযুক্ত আ. রাজ্জাক তার পিতার বাড়ীতে এসে তাকে জোর পূর্বক ধর্ষণ করে। এসময় তার চিৎকারে প্রতিবেশিরা ঘটনাস্থলে আসলে রাজ্জাক কৌশলে দৌড়ে পালিয়ে যায়। মামলার তদন্তকারী অফিসার এস আই আনোয়ারুল হক জানান ভূক্তভোগীকে ডাক্তারী পরিক্ষার জন্য গতকাল বৃহস্পতিবার দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত গ্রেফতার হয়নি।
Leave a Reply