নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে সৈয়দ হারুনুর রশীদ।- দিনাজপুরের নবাবগঞ্জে একটি নৈশ কোচ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পার্শ্বে গভীর খাদে পড়েছে। ঘটনাটি ঘটেছে সকাল ৬টার দিকে দিনাজপুর-ঘোড়াঘাট সড়কে নবাবগঞ্জ থানাধীন মতিহারা তুলশিগঙ্গা নদীর ব্রীজের পূর্ব পার্শ্বে। তবে এতে কোন প্রাণহাণীর ঘটনা ঘটেনি। প্রত্যক্ষদর্শীরা জানান ওই সড়কে রাতের কোন এক সময় উপরোক্ত স্থানে একটি মাল বোঝাই ১০ চাকার ট্রাক বিকল হয়ে থেমে ছিল। ওই ট্রাকটি পিছনে আরেকটি মাল বোঝাই ট্রাক এসে দাড়াতেই ঢাকা থেকে দিনাজপুরগামী একটি নৈশ কোচ দ্রুত গতিতে যাওয়ার সময় পিছনের ট্রাকটিকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। আর কোচের ধাক্কা খেয়ে পিছনের ট্রাকটি সামনের ট্রাকের সাথে ধাক্কা খেয়ে সামনের দিকে দুমড়ে মুচড়ে যায়।
Leave a Reply