নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে সৈয়দ হারুনুর রশীদ। – দিনাজপুরের নবাবগঞ্জে সাজু মিয়া (৩৫) নামে একজনকে প্রতারণার অভিযোগে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকালে উপজেলার চড়ারহাট এলাকার জনতা তাকে কৌশলে আটকের পর পুলিশে সোপর্দ করেন। আটক রিয়াল প্রতারক জানায় তার নাম সাজু মিয়া এবং বাড়ী ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বাজারের পাশের্ব কশিগাড়ী গ্রামে। তাকে আটক করে রাখাদের সূত্রে জানা যায় প্রায় ২ মাস পূর্বে সাজু মিয়া তার সহযোগীদের নিয়ে উপজেলার আন্দোলগ্রাম (সারাইপাড়া)গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে মোশারফ হোসেনের নিকট রিয়াল দেয়ার নামে চাতুরতার মাধ্যমে ২ লাখ টাকা হাতিয়ে নেয়। এরপর প্রতারিত মোশারফ কৌশলে ফঁাদ পেতে প্রতারক দলের সদস্য সাজু মিয়াকে গত বৃহস্পতিবার বাংলাহিলি এলাকা থেকে আটক করে চড়ারহাটে নিয়ে আসে। সাজু মিয়া ২ লাখ টাকা প্রতারনা করে নেয়ার কথা স্বীকার করে সে ওই টাকার মধ্যে ৫ হাজার টাকা ভাগ পেয়েছে বলেও জানায়। নবাবগঞ্জ থানার এস আই আনোয়ার হোসেন জানান সাজু মিয়া তার বাড়ী ঘোড়াঘাট এলাকায় বললেও সেখানে তার বাড়ী নয়।প্রকৃত পক্ষে তারবাড়ী বগুড়া সদরের উলিপুর পালপাড়া গ্রামে। এ ব্যাপারে এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।
Leave a Reply