নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে সৈয়দ হারুনুর রশীদ।- দিনাজপুরের নবাবগঞ্জে প্রতিমা ভাঙচুর মামলায় ওবাইদুল ইসলাম (৪৫) নামে এক জনকে গ্রেফতার করেছেন পুলিশ। ২ জানুয়ারি মঙ্গলবার দিবাগত রাতে তাকে তার বাড়ী থেকে গ্রেফতার করা হয়। সে শ্রীকৃঞ্চপুর (প্রফেসরপাড়া) গ্রামের মৃত মীরবকস আলীর ছেলে। পুলিশ জানায় প্রতিমা ভাঙচুরের ঘটনায় জড়িত থাকার সন্দেহে তাকে গ্রেফতার করা হয়েছে। ৩ জানুয়ারি বুধবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য ২৩ জানুয়ারী সন্ধ্যায় বিনোদনগর ইউনিয়নের নন্দনপুর গ্রামে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে। এ ব্যাপারে হিন্দু ধর্মের প্রতি অবমাননা করতঃ উপাসনালয়ের ক্ষতি সাধন করার অভিযোগ আনয়ন করে ওই গ্রামের মৃত কুমার কান্তর ছেলে প্রভাস চন্দ্র রায় বাদী হয়ে অজ্ঞাতনামাকে অভিযুক্ত করে ২৪ জানুয়ারী থানায় একটি মামলা দায়ের করে।
Leave a Reply