নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে সৈয়দ হারুনুর রশীদ।- দিনাজপুরের নবাবগঞ্জ থানা পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২৭ বোতল ফেনসিডিল উদ্ধার সহ ৩ জনকে গ্রেফতার করেছেন। শুক্রবার দিবাগত রাতে উপজেলার বেড়ামালিয়া গ্রামে অভিযান পরিচালনা করে ওই ফেনসিডিল উদ্ধার সহ তাদের গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো বেড়ামালিয়া গ্রামের আঃ রাজ্জাকের ছেলে রিফাত হোসেন (২১) ও রাব্বী হোসেন(২৩) এবং ভাদুরিয়া ইউনিয়নের রঞ্জয়পুর গ্রামের দবিরুল ইসলামের ছেলে রায়হান কবীর(৩২)। পুলিশ জানায় শুক্রবার দিবাগত রাতে উপজেলার শালখুরিয়া ইউনিয়নের বেড়ামালিয়া গ্রামের আঃ রাজ্জাকের ছেলে রিফাত হোসেনের বাড়ীতে অভিযান পরিচালনা করে উপরোক্ত পরিমান ফেনসিডিল উদ্ধার সহ উপরোক্তদের গ্রেফতার করা হয়। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে শনিবার থানায় একটি মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply