নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে সৈয়দ হারুনুর রশীদ।- “মুমূর্ষু রোগীর প্রাণের টানে, এগিয়ে আসুন রক্তদানে “স্লোগানকে সামনে রেখে নতুন রক্তদাতার খোঁজে কাজ করে যাচ্ছে একদল পরিশ্রমী তরুণ। প্রত্যন্ত গ্রামে নানা প্রতিবন্ধকতাকে জয় করে মুমূর্ষের পাশে দাড়াচ্ছেন তারা।স্থানীয়দের ভাষায়, এরাই ‘মানবতার ফেরিওয়ালা’।
দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়ায় একদল উদ্দ্যমী তরুণ করে যাচ্ছে একাজ। নিজেদের চেষ্টায় তারা গড়ে তুলেছে ‘বন্ধন’ নামে একটি রক্তদাতা সংগঠন। শুধু রক্তের প্রয়োজনেই নয়, নতুন রক্তদাতা সৃষ্টিতে প্রচারণা ও রক্তের গ্রুপ সনাক্তেরও কাজ করে আসছে প্রতিষ্ঠানটি।
এ ধারাবাহিকতায় আজ শনিবার ২৬ সেপ্টেম্বর বিকেলে নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া বাজারে “মা বাবা” ডায়াগনস্টিক সেন্টারে “বন্ধনের উদ্যোগে মোঃ নাছির হোসেন নামে যুবকের রক্ত গ্রহন করে মোঃ আব্দুল্লাহ নামে (১০) শিশুকে রক্ত দান করা হয়। এসময় বন্ধনের পরিচালক মোঃ আল ইমরান উপস্থিত ছিলেন।
Leave a Reply