নবাবগঞ্জ (দিনাজপুর) সৈয়দ হারুনুর রশীদ।- দিনাজপুরের নবাবগঞ্জে বিজয় দিবস উদযাপন উপলক্ষে বিজয় র্যালী আলোচনা সভা ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ১৯ ডিসেম্বর উপজেলার দলার দরগা আব্দুস সামাদ মেমোরিয়াল ক্যাডেট স্কুলের আয়োজনে ওই র্যালী আলোাচনা সভা ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। স্কুলের শিক্ষক শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমাণ্যদের অংশ গ্রহনে একটি বিজয় র্যালী বের করা হয়। র্যালী শেষে স্কুল প্রাঙ্গনে স্কুলের প্রধান শিক্ষক মাহবুব আলমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে সাবেক উপজেলা চেয়ারম্যান মকবুলার রহমান গোর্কি এবং বিশেষ অতিথি হিসাবে শালখুরিয়া ইউনিয়নের ইউ,পি চেয়ারম্যান এনামুল হক ও পুটিমারা ইউনিয়নের ইউ,পি চেয়ারম্যান আনিছুর রহমান উপস্থিত ছিলেন। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Leave a Reply