হারুনুর রশীদ, নবাবগঞ্জ, দিনাজপুর।- দিনাজপুরের নবাবগঞ্জে যৌন উত্তেজক ঔষধ সেবন করে গোলাপ উদ্দীন (৫৮) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃদ্ধ গোলাপ উদ্দীন উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের বাজিতপুর (মধ্যপাড়া) গ্রামের মৃত তয়েজ উদ্দীনের ছেলে। গোলাপ উদ্দীনের সদ্য বিবাহিত স্ত্রী ফরিদা ইয়াসমিন (৪৫) পুলিশকে জানিয়েছন, গোলাপ উদ্দীনের সাথে তার গত ২০ আগষ্ট বিয়ে হয়। বিয়ের পর ওই দিন সন্ধ্যায় স্বামীসহ তার স্বামীর বাড়ী বাজিতপুরে যান। স্ত্রীকে বাড়ীতে রেখে গোলাপ উদ্দীন বাজিতপুর বাজারে যান।বাজার থেকে রাত ৮টার দিকে বাড়ীতে ফিরে নব বিবাহিত স্ত্রীকে নিয়ে সে ঘুমাতে যান। কিছুক্ষন পরে তিনি পেটের ব্যাথায় কাতর হয়ে পড়েন এবং স্ত্রীকে বলেন তার পরিচিত কয়েকজনের পরামর্শে মাত্রাতিরিক্ত যৌন উত্তেজক ঔষধ সেবন করেছেন। এমতাবস্থায় গ্রাম্য চিকিৎসক আনোয়ার হোসেনকে ডাকা হয় এবং আনোয়ার হোসেন তাকে ব্যাথার ট্যাবলেট দেন। এরপর পরিস্থিতি আরও খারাপ হলে গোলাপকে দলার দরগা নামক স্থানে একটি বেসরকারী হাসপাতালে নেয়া হয়। সেখানে তার চিকিৎসা সম্ভব না হওয়ায় রংপুরে নেয়া হয়। রংপুরের চিকিৎসক পরীক্ষা করে যৌন উত্তেজক ঔষধ সেবনের ফলে তার ২টি কিডনি নষ্ট হয়েছে বলে জানান। ২৬ আগষ্ট সকালে তাকে নিজবাড়ীতে নিয়ে আসা হয়। ২৭ আগষ্ট রাত ১০ টার দিকে তার মৃত্যু হয়। পুলিশ জানায়, এ ব্যাপারে থানায় একটি ইউ,ডি মামলা দায়ের হয়েছে। শুক্রবার তার লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। উল্লেখ্য, উপজেলার প্রতিটি হাট-বাজার ও গ্রাম-গঞ্জের দোকান গুলোতে অবাধে বিক্রি হচ্ছে যৌন উত্তেজক বিভিন্ন প্রকারের ঔষধ।
Leave a Reply