নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে সৈয়দ হারুনুর রশীদ।- দিনাজপুরের নবাবগঞ্জ থানায় বাংলাদেশ সেনাবাহিনীতে চাকুরীর ভূয়া নিয়োগ পত্র দেয়ার অভিযোগে একটি মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার উপজেলার দাউদপুর ইউনিয়নের পরমানন্দপুর গ্রামের মৃত নজিব উদ্দীনের ছেলে শহিদুল ইসলাম বাদী হয়ে ওই মামলাটি দায়ের করেছেন। নবাবগঞ্জ থানার ওসি অশোক কুমার চৌহান মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। মামলা সূত্রে জানা যায় উপজেলার দাউদপুরের মৃত আঃ ছাত্তারের ছেলে ও মামলার অভিযুক্ত মোনায়েম কাজী মামলার বাদী শহিদুল ইসলামের ছেলে রফিকুল ইসলামকে বাংলাদেশ সেনা বাহিনীতে চাকুরী নিয়ে দেয়ার কথা বলে তার নিকট থেকে ৬ লাখ ১৭ হাজার টাকা গ্রহন করে। এর পর রফিকুল ইসলামকে বাংলাদেশ সেনা বাহিনীর চাকুরী হয়েছে এমন একটি নিয়োগ পত্র দিয়ে দেয়। ওই নিয়োগ পত্র নিয়ে রফিকুল ইসলাম যথাস্থানে চাকুরীতে যোগদান করতে গেলে সেখানকার কর্তৃপক্ষ সেটি ভ’য়া নিয়োগ পত্র বলে জানায়। পরে বিষয়টি নিয়ে এলাকায় একাধিক বার শালিস বৈঠক হয়। এতে কোন সমাধান না হওয়ায় রফিকুলের পিতা শহিদুল ইসলাম ওই মামলাটি দায়ের করেন। পুলিশ জানায় মামলার অভিযুক্ত মোনায়েম কাজী পলাতক রয়েছে।
Leave a Reply