নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে সৈয়দ হারুনুর রশীদ।- দিনাজপুরের নবাবগঞ্জে আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করেছেন বাংলাদেশ সেনা বাহিনী। বাংলাদেশ সেনা বাহিনীর ৬৬ পদাতিক ডিভিশন ও রংপুর এরিয়ার আওতায় ৩৬ বীর খোলাহাটি সেনানিবাসের ব্যবস্থাপনায় ওই ত্রাণ সহায়তা প্রদান করা হয়। মঙ্গলবার ২৮ জুলাই দুপুরে নবাবগঞ্জ উপজেলার কুশদহ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ৩৬ বীরের মেজর শফিউল ইসলামের উপস্থিতিতে ১০০ জন দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ওই ত্রাণ সহায়তা প্রদান করা হয়। এসময় কুশদহ ইউনিয়ন পরিষেেদর চেয়ারম্যান আবু সাহাদত মোঃ সায়েম সবুজ উপস্থিত ছিলেন। মেজর শফিউল ইসলাম জানান ত্রাণ সহায়তার একটি করে প্যাকেটে ৫ কেজি চাল, ১ কেজি করে ডাল, তেল, সুজি, চিনি ও লবন এবং ২টি করে সাবান প্রদান করা হয়েছে।
Leave a Reply