নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে সৈয়দ হরুনুর রশীদ।- দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় ১৬ জন বীর মুক্তিযোদ্ধা ও প্রয়াত/শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য আবাসন সুবিধা ভোগীর তালিকায় রয়েছেন। সুবিধাভোগী বীর মুক্তিযোদ্ধা ও প্রয়াত/শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের নাম নির্বাচন শেষে কর্তৃপক্ষ বরাবর প্রেরণ করা হয়েছে। উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চৌধুরী জানান অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ শীর্ষক প্রকল্পের আওতায় আবাসন প্রাপ্তীর জন্য উপজেলায় বীর মুক্তিযোদ্ধা ও প্রয়াত/শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের ৫৭ জনের নিকট থেকে আবেদন পাওয়া যায়। আবেদন গুলি ৮ অক্টোবর উপজেলা নির্বাহী অফিসার ও সভাপতি আবাসন বরাদ্দের জন্য সুবিধাভোগী নির্বাচন বিষয়ক উপজেলা কমিটির সভাপতি মোছাঃ নাজমুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত আবাসন বরাদ্দের জন্য সুবিধাভোগী নির্বাচন বিষয়ক উপজেলা কমিটির সভায় উপস্থাপন করা হয় এবং ওই সভায় সর্বসম্মতি ক্রমে ১৬ জন অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধা ও প্রয়াত/শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যের নাম নির্বাচন করা হয়। নির্বাচিত সুবিধাে আমির হামজা হরিপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা রইচ উদ্দীন রঘুনাথপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা শাহাজান আলী ভাগী গণেরা হলেন জয়পুর(কামারের ডাঙ্গা) গ্রামের বীর মুক্তিযোদ্ধা আঃ রাজ্জাক চকদলু গ্রামের বীর মুক্তিযোদ্ধা খটখটিয়া কৃষ্টপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দীন হরিল্যখুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম শওগুনখোলা(মারিপাড়া) গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমানের স্ত্রী আফরোজা বেগম তিখুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মনছের আলী সোতার পাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা রমজান আলী ও বীর মুক্তিযোদ্ধা আজিজার রহমান শাল্টি মুরাদপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা শ্রী অর্জন উড়াও ও বীর মুক্তিযোদ্ধা রবি উড়াও দেওগাঁ গ্রামের বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম পলাশবাড়ী গ্রামের বীর মুক্তিযোদ্ধা শহিদুর রহমান আখিরা গ্রামের বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ও ভবানীপুর গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা তালা বাবুর স্ত্রী তালামাই হাসদা। উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আরও জানান উপজেলার মোট মুক্তিযোদ্ধার সংখ্যা থেকে ৬% উপকার ভোগীর নাম চাওয়া হয়েছিল। সেই হিসাবে উপরোক্ত ১৬ জনের নাম নির্বাচন করা হয়েছে। প্রতিটি আবাসন নির্মাণে ব্যায় বরাদ্দ রয়েছে ১৫ লাখ টাকা করে।
Leave a Reply