নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে সৈয়দ হারুনুর রশীদ।- মুজিব শতবর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী কর্তৃক আশ্রয়ন-২ প্রকল্পের মাধ্যমে নির্মিত ঘরের শুভ উদ্বোধন উপলক্ষ্যে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা প্রশাসন প্রেস ব্রিফিং করেছেন। আজ বৃহস্পতিবার বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোম ওই প্রেস ব্রিফিং করেন। প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, আগামী ২০ জুন মাননীয় প্রধান মন্ত্রী দেশব্যাপী ওই ঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।নবাবগঞ্জ উপজেলা এলাকায় ২য় পর্যায়ে ৪৫০টি ঘর নির্মাণ করা হচ্ছে। সরকারী নিতিমালা অনুসরন করে গুনগত মান বজায় রেখে ঘর নির্মান করা হচ্ছে। উল্লেখ্য ১ম পর্যায়ে উপজেলায় ২২৬ জনকে ওই ঘর প্রদান করা হয়েছে। প্রেস ব্রিফিংয়ে সহকারী কমিশনার(ভূমি) মো. আল মামুন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী রেফাউল আজম উপস্থিত ছিলেন।
Leave a Reply