নবাবগঞ্জ(দিনাজপুর) থেকে সৈয়দ হারুনুর রশীদ।- দিনাজপুরের নবাবগঞ্জ মুক্ত দিবস পালিত হয়েছে । সোমবার দিবসটি পালনে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে বিজয় শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স থেকে একটি বিজয় শোভা যাত্রা বের হয়ে তা উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিন শেষে স্মৃতিসৌধের সামনে মিলিত হয়ে সমাবেশ করে। সমাবেশে দিবসটির উপর আলোকপাত করে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোম উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. তোফাজ্জল হোসেন নবাবগঞ্জ থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মো. তাওহীদুল ইসলাম বীর মুক্তিযোদ্ধা মো. দবিরুল ইসলাম আকরাম হোসেন হবিবর রহমান এখলাছুর রহমান প্রমূখ। উল্লেখ্য ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে হানাদার বাহিনীর দখল থেকে ৬ ডিসেম্বর মিত্র বাহিনী নবাবগঞ্জ উপজেলা এলাকাকে মুক্ত করে।
Leave a Reply